নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনরত অবস্থায় ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবারও কর্মসূচি চলাকালে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী, ফার্জানা লিজা, জুলেখা খাতুন, আরিফুল হক, রিজিয়া খাতুন, তুহিন হোসেন , জুলেখা খাতুন, মিনারা খাতুন, নাঈম হোসেন, এনামুল হক, শাবিবর, রনক শাহনাজ, মদিনা, বিভা, অর্পিতা ও শাকিব।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, আমরণ অনশনে থাকা ১৫ জন অসুস্থ শিক্ষার্থী দুপুর দেড়টা পর্যন্ত রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিকিৎসা চলছিল।
উল্লেখ্য, এর আগে গত বুধবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনরত পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিমরান সাকিব বলেন, আমাদের দ্বিতীয় দিনের অনশন চলছে। এখন কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আগের মতোই কেবল আশ্বাস দিয়ে চলেছেন। বিভাগ পরিবর্তনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।
এদিকে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করে অনশন স্থগিত করার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে রাজি হননি বলে জানা গেছে।
এমকে
এমকে