লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুর উপজেলার দুড়দুড়িয়া পালপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে চম্পা বেগম (৪০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। এই ঘটনায় অপর দু’জন আহত হয়েছে। নিহত চম্পা বেগম ওই গ্রামের আখতার হোসেনের স্ত্রী।
লালপুর থানা ও এলাকা বাসির সূত্রে জানা যায় (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে দুড়দুড়িয়া পালপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী চম্পা বেগম বাড়ীর পাশে রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির শাক তুলতে থাকে, এসময় প্রতিবেশি মমজেদের স্ত্রী রুলি বেগমের সহিত কথা কাটাটি হয়। একপর্যায়ে মমজেদ পিতা শাহাদত, রবি, পিতা মমজেদ সকলে মারমুখি হয়ে চম্পার মাথায় আঘাত করে। এ সময় চম্পার চিৎকারে ছেলে আকাশ, স্বামী আক্তার এগিয়ে আসলে রুলি, রবি, মমজেদ সহ কয়েকজন তাদেরকে মারপিট করে গুরুতর আহত করে। পরে প্রতিবেশি ও সজনরা আহতদের উদ্ধার করে চিকিসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিসাধিন অবস্থায় বুধবার ২৬শে ফেব্রুয়ারি গৃহবধু চম্পার মুত্য হয় ।
এই ঘটনায় নিহতর ছেলে রাজন বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় লালপুর থানা পুলিশ আসামি রুলিকে গ্রেফতার করেছে।
খবর২৪ঘন্টা/নই