পবা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ হাবিবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার পোল্লপুকুর নামক স্থানে বাঘা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি স্যালো ইঞ্জিন চালিত ভটভটি নসিমন উল্টে খালে পড়ে গেলে, চালক মাসুদ রানা (৪০) গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ রানা রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের শাজাহান সরকারের ছেলে বলে জানা গেছে।খবর২৪ঘণ্টা.কম/নজ