নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৩ জন, বাঘা থানা ০৪ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আতাউর রহমান(৫০) এবং ২নং মোঃ সেরাজুল ইসলাম (কালু)(৫৪) কে ১৫লিটার চোলাইমদসহ গ্রেফতার করে।
দূর্গাপুর থানা পুলিশ ১নং ইমন মোল্লা(১৯) এবং ২নং মোঃ জাহাঙ্গীর আলম(২৩) কে ০৩বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ জাল্লেক শাহ(২৩) কে ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই