1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে তামাক ঘোষণামুক্ত ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে তামাক ঘোষণামুক্ত ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৫ নং ওয়ার্ডে তামাক ঘোষণা মুক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শরীফ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় মসজিদের ঈমাম মাওলানা মতিউর রহমান, ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আলহাজ্জ্ব নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসিডির প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন, সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল। এসময় অন্যদের মধ্যে রাজশাহী

মহানগর তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য গঠিত ইয়ূথ গ্রুপের র সাধারণ সম্পাদক মো. একরামুল হক, ৫ নং ওয়ার্ডের কর্মকর্তা কর্মচারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পরে ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর নেতৃত্বে ০৫ নং ওয়ার্ড তামাকমুক্ত করার লক্ষ্যে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে একটি ক্যাম্পেইন বের করা হয়। ক্যাম্পেইনটি ওয়ার্ডের বিভিন্ন বাজার, হোটেল, বিভিন্ন দোকানপাট ঘুরে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন তামাকের দোকানে তামাক কোম্পানীগুলোর আইন বহির্ভূত বিজ্ঞাপন অপসারণসহ তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলতে নির্দেশ দেন ওয়ার্ড কাউন্সিলর। সেই সাথে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টসহ সকল ধরনের পাবলিক প্লেসে ধূমপান না করতে এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি। ক্যাম্পেইন শেষে ৫ নম্বর ওয়ার্ড তামাকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্ড কাউন্সিলর তামাকবিরোধী একটি কমিটি গঠন করা হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team