লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা খাতুন (২২) নামের এক গৃহবধুর আত্মহত্যা করেছে। ফাতেমা উপজেলার কেশবপুর গ্রামের জাহিদুল ইসলাম রতন এর স্ত্রী ও বড়াইগ্রাম উপজেলার বলিদাঘাটি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
স্থাণীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফাতেমা ও তার স্বামী এক সাথে খাওয়া দাওয়া করে স্বামী জাহিদুল গোপালপুর বাজারে নিজ কর্মস্থলে যায় এবং ফাতেমার শাশুড়ি ছাগল নিয়ে মাঠে চলে যায়। বিকেলে তার শাশুড়ি আছরের নামজ পড়তে বাড়ি এসে দেখে দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালায় গিয়ে ডাকাডাকি করতে থাকে। এ সময় জানলার ফাক দিয়ে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠলে আশেপাশের লোকজন জড়ো হয় এবং জানালা ভেঙ্গে ভিতরে গিয়ে ফাতেমাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর২৪ঘন্টা/নই