নাটোর প্রতিনিধি: ৯ মাসের বকেয়া বেতন ভাতার দাবীতে নাটোরে মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছে সরকারী হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বসস্ট্যান্ড এলাকায় তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন মনজুরুল ইসলাম, লিটন হোসেন সহ প্রমুখ।
বক্তারা জানান, প্রায় ৯ মাস তাদের বেতন ভাতা বকেয়া থাকায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই এ মাসের মধ্যে বকেয়া সকল পাওনা পরিশোধ করা না হলে আগামী মাস থেকে কর্মবিরতি অনশনসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।
পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন ওই সব কর্মচারীরা।
খবর২৪ঘন্টা/নই