বাঘা প্রতিনিধি : বাঘায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাসির নামের একজনকে আটক করেছে পুলিশ। এর আগে ধর্ষণের অভিযোগ এনে ১০ম শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রী থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রæতিতে কৌশলে নিয়ে এসে বন্ধুর সহয়তায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়–য়া ছাত্রীর (১৬) সাথে বাঘা উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে পলাশ উদ্দিন (২২) নামের এক
যুবকের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের কারনে কৌশলে তাকে দুড়দুড়িয়া এলাকা থেকে মাইক্রোতে করে তুলে এনে বাঘা মঞ্জু ডায়াগনষ্টিক সেন্টারের নাইট গার্ড নাসির উদ্দিনের সহযোগিতায় রাতে ধর্ষণ করে ওই ডায়াগনষ্টিক সেন্টারে রেখে পালিয়ে যায় পলাশ।
মামলা দায়েরের পর বাঘা মঞ্জু ডায়াবেটিক সেন্টারের নাইট গার্ড নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নাসির উদ্দিন উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের মাজেদ আলীর ছেলে। ধর্ষিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মূল আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
আর/এস