1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফিল্মফেয়ার পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ‘তেরি মিট্টি’ গীতিকার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জানয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ফিল্মফেয়ার পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ‘তেরি মিট্টি’ গীতিকার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: ফিল্মফেয়ার কর্তৃপক্ষের ওপর চটেছেন বলিউডের গীতিকার মনোজ মুন্তাশির। ফিল্মফেয়ারের জমকালো আসর থেকে আগেভাগেই বেরিয়ে এসে তিনি ঘোষণা দিয়েছেন, ‘জীবনে আর কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাব না।’

আন্তর্জাতিক মঞ্চে অস্কারের মতোই ভারতীয় চলচ্চিত্র জগতে ফিল্মফেয়ারের সম্মান। প্রত্যেক বছরের মতো এবারেও জমকালো আয়োজনে ফিল্মফেয়ার জয় করেছে কোটি কোটি দর্শকের মন।

কিন্তু এসবের মাঝেই ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে একহাত নিলেন গীতিকার মনোজ মুন্তাশির। তার মন জয় করতে ব্যর্থ ফিল্মফেয়ার।

অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি লিখেছেন মনোজ। গানটি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। কিন্তু ভাগ্যের সিঁকে ছেড়েনি মনোজের।

৬৫তম ফিল্মফেয়ারের আসর বসেছিল অসমের গুয়াহাটিতে। ‘গালি বয়’র জয়জয়কার ছিল এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানেই সেরা গীতিকারের পুরস্কার জেতেন ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি। গানটির নেপথ্যে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমার ‘আপনা টাইম আয়েগা’।

ব্যস, ফিল্মফেয়ারের মঞ্চে এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান বলিউডের গীতিকার মনোজ মুন্তাশির।

সামাজিক মাধ্যমে তার অসন্তুষ্ট হওয়ার খবর ও কারণ ব্যাখ্যা করেছেন মনোজ নিজেই। তিনি বলেন, ‘আমি সারা জীবন চেষ্টা করলেও ‘তেরি মিট্টি’র মতো একটা গান আবার বাঁধতে পারব না। এই গানকে যারা সম্মান জানাননি, তারা আসলে দেশের প্রতি দেশবাসীদের ভালবাসাকে অসম্মান করলেন। তাই ফিল্মফেয়ার থেকে আমি চিরতরে বিদায় নিচ্ছি। আমি সকলকে জানাতে চাই যে, এরপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি আমি আর কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাব না।’

এবারের ফিল্মফেয়ারে সেরা প্লে-ব্যাক গায়কের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং (কলঙ্ক)। সেরা প্লে-ব্যাক গায়িকা শিল্পা রাও (ওয়ার)। ‘গাল্লি বয়’-এর জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি। অন্যদিকে, সেরা মিউজিক অ্যালবামের জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছে ‘গালি বয়’ ও ‘কবীর সিং’। তবে নিজের স্বীকৃতি না পেয়ে চরমভাবে হতাশ হয়েছেন মনোজ মুন্তাশির।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST