নাটোর প্রতিনিধি: “শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা ভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদে এ উন্মুক্ত ভাতা ভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ফিল্ড সুপারভাইজার হাসানুজ্জামান সহ সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ । #