1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজনৈতিক কারণে চাকরি স্থায়ী হচ্ছেনা মাস্টাররোল কর্মচারীদের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

রাজনৈতিক কারণে চাকরি স্থায়ী হচ্ছেনা মাস্টাররোল কর্মচারীদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০


রাবি প্রতিনিধি: রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভাবে চাকরি স্থায়ীকরণ হচ্ছেনা বলে দাবি করেছেন রাজশাহী বিশ^বিদ্যালয় মাস্টার রোল কর্মচারিরা। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ^বিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্ত¡রে মাস্টাররোল কর্মচারি ঐক্য পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র মো. মাসুদুর রহমান একথা বলেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদিত ও বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অর্গ্রাণোগ্রামে বাজেটপ্রাপ্ত হয়েও প্রশাসনের সদিচ্ছার অভাবে ও রাজনৈতিক বেরিয়ারের আবদ্ধ থেকে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ২৮০ জন কর্মচারি স্থায়ী নিয়োগ পায়নি। অন্যদিকে বিভিন্ন সময় সিন্ডিকেটে দেড় হাজারেরও বেশি জনবল নিয়োগ দিলেও চাকরি স্থায়ী হয়নি ।
তিনি আরো বলেন, ২০০৮ সালে কেয়ারটেকার সরকারের শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে আইন পাশ হয়। এতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে বর্তমানে নিয়োগ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সকল মাস্টারোলের কর্মচারিদের ৮০% বকেয়া বেতন-ভাতাসহ চাকরি ইতোমধ্যই স্থায়ীকরণ করেছে। এসময় তারা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে দুই দফা দাবি পেশ করেন- বিশ^বিদ্যালয় যোগদানের তারিখ থেকে চাকরি স্থায়ী করতে হবে, অবিলম্বে যাবতীয় বকেয়া বেতন-ভাতা এরিয়া আকারে প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে মাস্টারোল কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় শতাধিক কর্মচারি উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মাস্টারোল কর্মচারী ঐক্য পরিষদ। পরে ৪৯৭তম সিন্ডিকেটে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে বিষয়টি সুরাহার জন্য সময় বেধে দেয়া হয়। কিন্তু সাত কার্যদিবসেও বিষয়টি সুরাহা করেনি প্রশাসন। দাবি আদায়ে টানা ১০ দিন আন্দোলন অব্যাহত রেখে গতকাল সোমবার (১০ ফেব্রæয়ারি) বিশ^বিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে তারা।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST