খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের ছেঁড়াদ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৪০ জনকে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। ট্রলারে থাকা যাত্রীরা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম জানান, সাগরে দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। ওই ট্রলারে শতাধিক যাত্রী ছিল। যারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। স্থানীয়রা জানান, এখনও সাগরে লাশ ভাসতে দেখা গেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, মালশিয়াগামী একটি ট্রলার সাগরে ডুবির ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ অব্যাহত আছে।
তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। কেননা এখনও অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেএন