খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়ে বসেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাদের জন্য কেবল মান বাঁচানোর লড়াই। তবে মাউন্ট মুঙ্গানুইতে সেই লড়াইয়েও শুরুটা ভালো হয়নি বিরাট কোহলির দলের।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কিউই বোলারদের তোপে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৮ রানের মাথায় কাইল জেমিসনের বলে বোল্ড হন আগারওয়াল (১)।
এরপর বিরাট কোহলিও সুবিধা করতে পারেননি। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ৯ রান করে হামিশ বেনেটের বলে জেমিসনকেই ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। ৩২ রানে ২ উইকেট হারায় ভারত।
তৃতীয় উইকেটে পৃথ্বির সঙ্গে শ্রেয়াস আয়ার বিপদ সামলে ওঠার চেষ্টা করেছিলেন। তাদের ৩০ রানের জুটিটি ভাঙে পৃথ্বির দুর্ভাগ্যজনক রানআউটে। ৪২ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করেন পৃথ্বি।
৬২ রানে ৩ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। শ্রেয়াস আয়ার ১৭ আর লোকেশ রাহুল ৮ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।