ঢামেক প্রতিবেদক: রাজধানীর ইসলামপুরে এসি মেরামতের সময় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আশিকুর রহমান (২০) মারা গেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তিনি জানান, আগুনে আশিকের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার ইসলামপুরের লায়ন্স টাওয়ারের ১২ তলায় এসির কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে-।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই আগুনে তিনজন শ্রমিক দগ্ধ হন।
আশিক ছাড়াও দগ্ধ দুইজন হচ্ছেন-আল আমিন (২৪) ও আরিফুল (১৮)। তারা ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ইন্সপেক্টর বাচ্চু জানান, দগ্ধদের মধ্যে আল আমিনের শরীরের ১২ শতাংশ ও আরিফুলের ১৪ শতাংশ পুড়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।