বাগমারা প্রতিনিধি: সরকার নিষিদ্ধ ড্রাম চিমনী ভাটায় ইট প্রস্তুত করার অপরাধে রাজশাহীর বাগমারায় আফসার আলী (৪৫) নামের এক ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা দেওয়া ভাটা মালিকের বাড়ি উপজেলার বাড়িগ্রাম নামক গ্রামে। সে ওই গ্রামের মেহের আলীর ছেলে । ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার রুহিয়া গ্রামে সরকার নিষিদ্ধ ড্রাম চিমনী ব্যবহার করে ইট প্রস্তুত করার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। বিষয়টি জানার পর পরই গতকাল সোমবার বিকেলে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায়। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আফসার আলীকে আটক করে পুলিশ।
ওই সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ সরকার নিষিদ্ধ ড্রাম চিমনী ভাটায় ইট প্রস্তুত করার অপরাধে আফসার আলীকে আটক করে ইউএনও’র কার্যালয়ে হাজির করেন। এ সময় আফসার আলী নিজের দোষ স্বীকার করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর ড্রাম চিমনী ব্যবহার করে ইট প্রস্তুত করবে না মর্মে তার কাছে একটি মুচলেখা নেয়া হয়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আহম্মেদ বলেন, সরকার নিষিদ্ধ ড্রাম চিমনী ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে আফসার আলীকে আটক করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রাম নিষিদ্ধ ড্রাম চিমনী ইটভাটা চালাবেনা মর্মে অঙ্গীকারের মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়।
আর/এস