পুঠিয়া প্রতিনিধিঃশুদ্ধ সুরে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রনিত করার লক্ষ্যে সোমবার রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলায় দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি হিরা বাচ্চু চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ, সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, ওলিজ্জামান। বিচারক প্যানেলে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক , উপজেলা শিক্ষা অফিসার, মীর মামুনুর রহমান, দিলআফরোজ ইন্সট্রাক্টর উপজেলা ইউ আরসি, মফিজুল ইসলাম ডলার, সংগীত শিক্ষক, সোমা দও সংগীত শিক্ষক কিশোর কিশোরী ক্লাব, উল্লেখ্য এ প্রতিযোগিতায় পচামাড়িয়া ডিগ্রি কলেজ, পচা মাড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও গোপাল হাটি প্রথমিক বিদ্যালয় প্রথম স্থান লাভ করেন। এছাড়া ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। #