নিজস্ব প্রতিবেদক : নর্দান ইলেকট্রিক সাপ্লাই লিমিটেড নেসকো এর রাজশাহী ও রংপুর বিভাগের মিটার রিডার ও বিল বিতরনকারী অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে নেসকোর রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার প্রায় সাড়ে ছয় শতাধিক কর্মচারীর উপস্থিতিতে এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জানানো হয়, দীর্ঘ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে মিটার পাঠক ও বিল বিতরণকারী পিচ রেট কর্মচারীরা কর্মরত আছে। তারা এতদিন ধরে অস্থায়ীভাবে চাকরি করে আসছে। যার বেতন এর পরিমাণ খুবই কম। এ বেতনে সংসার চালানো ও ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়া কঠিন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তাদের স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। উদ্যোগ না নেয়ায় কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সাড়ে ছয় শতাধিক কর্মচারীদের নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে অস্থায়ী কর্মচারীদের
স্থায়ী না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। মানববন্ধন থেকে আরও জানানো হয়, মিটার পাঠকরা দীর্ঘদিন ধরে অসহায় ভাবে জীবন যাপন করছে। তাই এই কর্মচারী এবং তার পরিবারকে বাঁচানোর দায়িত্ব সরকারের। এজন্য এদের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী করা জরুরি। মানববন্ধনে কর্মচারী পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদ বিতরণ জোন নেসকো রাজশাহী সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারন মিটার পাঠক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কর্মচারীরা একটি র্যালি বের করে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রত্যেকের হাতে বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল ও ফেস্টুন ছিল।
আর/এস