সংবাদ বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ২৩নং ওয়ার্ডে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহ মখদুম কলেজ মাঠে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন মরহুমার দুই ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও এ.এইচ.এম এহ্সানুজ্জামান স্বপন। খাবার বিতরণের পূর্বে মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। খাবার বিতরণ ও দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি ভাই, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, শাহ মখদুম কলেজ অধ্যক্ষ রেজাউল করিম পাপ্পু, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আমিনুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক বিপুল, রোমেল, সোহাদ, মহিলা বিষয়ক সম্পাদক শম্পা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সোবহানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর/এস