দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে এক হলো তিন প্রেসক্লাব। মঙ্গলবার বিকেলে উপজেলার সকল প্রেসক্লাবের কমিটি ভেঙে দেয়া হয়েছে। সেই সাথে নতুন করে একটি ক্লাব গঠনের লক্ষে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনে মধ্যে দুর্গাপুর প্রেসক্লাব গঠনের লক্ষে এসএম আমিনুল ইসলামকে আহŸায়ক ও আব্দুল খালেককে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মিজান মাহী, দুর্গাপুর প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, দুর্গাপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শাহাজামাল, সহসভাপতি আব্দুল খালেক,উপজেলা প্রেসক্লাবের সদস্য জুবায়ের তুহিন, শাহিন আলম প্রমূখ।
আলোচনা সভায় সবার সিদ্ধান্তক্রমে দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর, দুর্গাপুর মডেল ও উপজেলা প্রেসক্লাব নামে সকল কমিটি ভেঙে দেয়া হয়। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে সাধারণ সভা আহবান করে সকালে সিদ্ধান্তের ভিত্তিতে শুধু দুর্গাপুর প্রেসক্লাব নাম করণ করে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আর/এস