বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দেওয়ানায় সাহাপুরের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর চৌকিরঘাটের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)।
আজ সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টায় পাবনাগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
জেএন