খবর২৪ঘণ্টা ডেস্ক: দলীয় প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকে। ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হন।
এ সময় তার সাথে থাকা স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম সহ অনেক নেতা আহত হন। রিজভী রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
খবর২৪ঘণ্টা, এমকে