1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার বাউরভাগ এলাকায় কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বাউরভাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ইশ্বরদী গ্রামের হারুন মিয়ার ছেলে আল আমিন (২৫)। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জ জেলার উত্তর কুশিপাড়া গ্রামের মৃত মছদ্দির মিয়ার ছেলে শাহানুর রহমান (৩০), সদর উপজেলার দুগর গ্রামের মৃত রাজেন্দ্র সূত্র ধরের ছেলে নগেন্দ্র সূত্র ধর (৫০) ও একই গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে মো. আরমান মিয়া (৩৬)।

তাদের সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লিডার মো. শাহীন আহম্মদ আরটিভি অনলাইনকে জানান, শেরপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে আসছিল। পথে বাউরভাগ এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামের আরও একজন মারা যান।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team