বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী টাবু। ২০০৮ সালে সর্বশেষ তেলেগু সিনেমায় অভিনয় করেন তিনি। এরপরে প্রায় এক যুগ কেটে যাওয়ার পরে আবারো সামনে আসলে তিনি। তেলেগু ভাষার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। ত্রিবিক্রিম শ্রীনিবাস পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
তবে ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় সব মিলিয়ে মাত্র ১৫ মিনিটের জন্য নিজের চেহারা দেখিয়েছেন টাবু। আর এজন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে, সিনেমাটিতে নিজেকে ১৫ মিনিটের জন্য মেলে ধরায় টাবু ৩ কোটি রুপি নিয়েছেন। এর আগে মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভভারু’ সিনেমায় কাজের জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন টাবু।
অ্যাকশন ঘরানার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন- জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা
জেএন