খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত দুইদিনে গুলি করে পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সমালোচনা করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘সীমান্তে সমানে দেশের মানুষকে হত্যা করে চলেছে ভারতের বাহিনী। আশ্চর্য, কি নির্বিকারে এসব সহ্য করে সরকার, বিএনপি, বুদ্ধিজীবী আর চেতনাবাজরা।’
‘মনমানসিকতায় আমরা কি আসলে স্বাধীন নাকি গোলাম জাত?’ এমন প্রশ্নও তোলেন ঢাবির এই অধ্যাপক।
প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার ভোরে নওগাঁর দুয়ারপাল সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এর আগের দিন বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।
এমকে