খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।