খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি কামরুজ্জামান জানান, নিহত আনোয়ারের নামে ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও এক হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।