গোদাগাড়ী প্রতিনিধি:
দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গোদাগাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হলেন, গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকার কালা চাঁদের ছেলে শ্যামল উরাঁও (২৫)। এছাড়া ওই স্কুলছাত্রী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণিতে পড়ে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এছাড়া ওই ছেলে বিবাহিত। তার সন্তান রয়েছে। স্কুলছাত্রী ও শ্যামলের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে তারা গতকাল শনিবার রাত দুইটার দিকে বাড়ি থেকে পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করে। এ সময় গোদাগাড়ীর রাজাবাড়ি হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ওসি জানায়, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে শ্যামলের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন। এই মামলায় শ্যামলকে আদালতে চালান দেওয়া হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।