নিজস্ব প্রতিবেদক : শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি ২য় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র।
অনুষ্ঠানে মেয়র বলেন, শরীর ও মনকে সুস্থ্য রাখতে প্রয়োজন খেলাধূলা। মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধূলার বিকল্প নেই। ক্রীড়ার ক্ষেত্রে আমার সহযোগিতা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজশাহীর খেলাধূলার হারানোর ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
টুর্নামেন্ট আয়োজন কমিটির আহŸায়ক এ.এইচ.এম সাইদুজ্জামান চুনু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস/আর