খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চলছে।
সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার পরিদর্শক মাসুদ পারভেজ জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নারী ও তিনজন পুরুষ নিহত এবং আরো দুই যাত্রী আহত হয়।
জেএন