খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: চলতি বছরের শুরুতেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে ৩০য়ের বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। খবর মিডেল ইস্ট মনিটর।
সিরিয়ায় ইউনিসেফের প্রতিনিধি ফ্রান ইকুইজার বিবৃতি অনুযায়ী, চলতি বছরের শুরুতেই অর্থাৎ মাত্র ১৪ দিনেই পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে বিভিন্ন সহিংসতায় ৩০য়ের বেশি শিশু নিহত হয়েছে। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
যুদ্ধ-সংঘাতের কারণে ২০১৩ সাল থেকে ওই এলাকায় প্রায় ২ লাখ শিশু আটকা পড়ে আছে। গত কয়েকদিনে ওই এলাকার দু’টি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। সহিংসতার কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ রাখা হয়েছে।
সেখানে প্রায় ১২০ জন শিশুর জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। সেখানকার লোকজন দীর্ঘদিন ধরে বন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার প্রতীক্ষা করছে।
অপরদিকে, ইদলিব শহরে ভয়াবহ সহিংসতা থেকে বাঁচতে ১ লাখের বেশি বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ