চারঘাট প্রতিনিধি: চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (১৯) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাঘা উপজেলার আলাইপুর একটি স্কুলে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু হয়। নিহত রাজমিস্ত্রী চারঘাট উপজেলার ডাকরা গ্রামের মাহাবুরের ছেলে। নিহত রাসেলের পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে রাসেল বাড়ি থেকে বের হয়ে
বাঘা উপজেলার আলাইপুর একটি স্কুলে নির্মাণ কাজ করতে গেলে স্কুলের ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার রেসমা আক্তার রাহী তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের হাতে লাশটি হস্তন্তর করে।
আর/এস