সংবাদ বিজ্ঞপ্তি : বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী জেলা আওয়ামীলীগ। শুক্রবার রাজশাহী মহানগরীর অলোকার মোড় থেকে রাজশাহী আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ পালন উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাজশাহী -১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের এড. লায়েব উদ্দিন
লাভলু, রাজশাহী -৩ আসনের এমপি আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা অঅওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সভাপিত গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপিত আখতার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. আব্দুস সামাদ মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক এড.
নাসরিন আখতার মিতা, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান সাধারণ সম্পাদক আজাদ আলী, জেলা তাতীঁ লীগের সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
পরে রাজশাহী কলেজে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
আর/এস