বাঘা প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার’পুলিশ সপ্তাহের এ স্লোগানে কমউিনিটি পুলিশিং সমাবেশ ও সন্ত্রাস, মাদক নির্মুল, বাল্য বিয়ে, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেল ৩টায় থানা চত্বরে বাঘা থানার কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম। সভার বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপাার চারঘাট সার্কেল নুরে আলম, উপজেলা আ’লীগের সাধারণ
সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী ডিআইজি রেঞ্জ কার্যালয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিপিও) আবদুর রহমান, পুলিশিং কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দেওয়ান, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মেরাজুল ইসলাম মেরাজ, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু ।
আর/এস