সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগরভবন সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএ এম আঞ্জুমান আরা বেগম। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
রাজশাহী মহানগরীতে স্থায়ী কেন্দ্র ৩৮৪টি ও ৪১টি ভ্রাম্যমান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৭ হাজার ৯শত ৫০ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২ শত ১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ কাজে ৭শ ৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্দিষ্ট বয়সী একটি শিশুও যেন ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান উপস্থিত ছিলেন।
আর/এস