পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পল্লী উন্নয়ন অফিসের মহিলা উন্নয়ন অনুবিভাগের আওয়াতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার সময় পুঠিয়া উপজেলার পল্লী উন্নয়ন অফিসের কার্যালয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন, পুঠিয়া পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে ঋণ বিতারণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার। পুঠিয়া পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানাগেছে, এ
বছর মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতায় ৬টি সমিতির মোট ৭৯ জন মহিলাকে ২৪ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এছাড়াও সমন্বিত দরিদ্র বিমোচন কার্মসূচিতে ১টি সমিতিকে ৩ লাখ ৯৬ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ বিষয়ে পুঠিয়া পল্লী উন্নয়ন অফিসার বলেন, আমাদের এই কর্মসূচির মাধ্যমে এই এলকার দরিদ্র মহিলাদের আত্ন কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অব্যহত থাকলে দরিদ্র মহিলারা উপকৃত হবে। এছাড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জিডিপিতে ১.৯৩ শতাংশ অবদান রাখছে বলে তিনি জানান।
আর/এস