পাবনা ব্যুরো: চাকুরী জাতীয়করণের দাবিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করেছেন পাবনার সকল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডররা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে কর্মবিরতি দিয়ে পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নের ২৪৩টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডররা।
কর্মসুচী চালাকালে বক্তব্য দেন, সিএইচসিপি এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক আফাজ উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, পাবনা জেলা শাখার সভাপতি শাহাবুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সবুজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সকল সিএইচসিপির চাকুরী জাতীয়করণ করতে সরকার প্রধানের কাছে দাবি জানান। ১৭ জানুয়ারি বুধবারের মধ্যে সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।
খবর২৪ঘণ্টা.কম/রখ