1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পরিচালকের অনুমতি ছাড়া রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে পারবেনা: স্বাস্থ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

পরিচালকের অনুমতি ছাড়া রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে পারবেনা: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পরিচালকের অনুমতি ছাঢ়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেনা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে চিকিৎসক ও কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকরা ঢুকতে পারবেন তবে পরিচালকের অনুমতি নিয়ে। সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, এখানে অনেক ধরনের রোগী থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীও থাকে। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমনের

বিষয়টি আমাদেরকে আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেয়া সম্ভব নয়। তবে এই ব্যবস্থা শুধু রামেক হাসপাতালেই নয় অন্য জায়গাতেও রয়েছে। হাসপাতালের ঢুকতে হলে আপনারা পরিচালক মহোদয়ের কাছে অনুমতি নেবেন তারপরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই বিষয়টি যেমন আমরা দেখব তেমনি আপনারাও দেখবেন। এটি সকলের দায়িত্ব বলেও উল্লখ করেন স্বাস্থ্য মন্ত্রী। এর আগে রামেক চিকিৎসক ও কর্মকর্তাদের মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবাবর কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খুবই আন্তরিক। যখনই কোন বিষয় অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয় তিনি অনুমোদন দেন। প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্য খাতে যে সাফল্য অর্জন করেছে তা বিশ^জুড়ে প্রসংশিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সমস্যা

তুলে ধরেন। মন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল হোক আর রাজশাহী মেডিকেল কলেজ হোক উন্নয়নের ক্ষেত্রে প্রধান্য পাবে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.আলী নূর, রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST