নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সাংবাদিক ইমদাদুল হকের মা কমলা বিবি ইন্তেকাল করেছেন। শনিবার বেলা পৌনে এগারোটার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, কমলা বিবি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে এগারোটার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্গাপুর পৌরসভার মৃত ইব্রাহিমের স্ত্রী ও
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলোর বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোটাল সংবাদ চলমান এর সম্পাদক ইমদাদুল হকের মা। তিনি ছেলেমেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল সাড়ে চারটায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। ইমদাদুল হকের মায়ের মৃত্যুতে খবর ২৪ ঘন্টার পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। খবর ২৪ ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু মৃতের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও গভীর সমবেদনা জানান।
আর/এস