দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল অারোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের হামিদের ছেলে বেলাল (২১) ও মজিবুরের ছেলে রাজিব (২৫)।
জানা গেছে, গত সোমবার রাতে নিহত দুজন সহ অপর একজন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পালসা ফিরছিল পথে ঘেকিপাড়া এলাকায় পৌছালে সামনে থেকে আসা একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত সাজু (২০) নামের এক ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর২৪ঘন্টা /এম কে