দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ৪৯তম জাতীয় শীতকালীণ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দুর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন মৃধা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন (দুর্গাপুর-পুঠিয়ার) আসনের সংসদ সদস্য ড. মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের
চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।
আর/এস