নিজস্ব প্রতিবেদক : নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা পবা রাজশাহীর উদ্যোগে সংস্থার সদস্য ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর খড়খড়ি বাইপাসে অবস্থিত সংস্থার কার্যালয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেন, সংস্থার উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুর
রহমান খান রানা। আরো উপস্থিত ছিলেন, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, দৈনিক নতুন প্রভাত ও খবর ২৪ ঘন্টার রিপোর্টার ওমর ফারুক, সংস্থার চন্ডী এলাকার সভাপতি আফরোজা খাতুন সন্ধ্যা ও সংস্থার সমন্বয়কারী জাকির হোসেন। ৫০ জন দুস্থ নারীর হাতে কম্বল তুলে দেয়া হয়।
আর/এস