নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় ফিরোজ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কলম-সিংড়া সড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ ফিরোজ উপজেলার পাচলাড়ুয়া গ্রামের হোসেন আলীর ছেলে ও সাঁওঐল হাফিজিয়া মাদ্রসার শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়,মাদ্রাসা শিক্ষক ফিরোজ শনিবার সকাল ১০টার দিকে মোটর সাইকেল যোগে সাঁওঐল যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় মাটিবাহি একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। পওে স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিংড়া থানার ওসি নুরে এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএন