মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলা সইপাড়া গ্রামের শারমিন বেগম (২০) নামের এক গৃহবধু গত ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ওই গৃহবধূর মা রাফেলা বেগম মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩ বছর পূর্বে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের পোপালপুর গ্রামের মৃত শাহার আলীর মেয়ে শারমিনের সাথে সইপাড়া গ্রামের মধু বিক্রেতা রবিউল ইসলামের বিয়ে হয়। গত ৫ মাস আগে গৃহবধূ শারমিন স্বামীর বাড়ি থেকে বাগমারায় বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর তার মা রফেলা বেগম বিষয়টি
জানতে পেরে তিনি মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে মোহনপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজ শারমিনের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, কালো রঙের বোরখা ছিল। তার সন্ধান পেয়ের মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহনপুর ০১৭১৩-৩৭৩৮০৩ অথবা ০২৭৩৪-২৮৮৬৭৬২ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, থানার জিডির পর মোহনপুর থানা পুলিশ বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে তার অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।
আর/এস