খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভায় রদবদল হওয়ায় সংসদ অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপ-মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
দশম জাতীয় সংসদের অধিবেশন চলার সময় মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার অনুপস্থিতে বিকল্প মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপ-মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৩ জানুয়ারি নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়। একই সঙ্গে পুরনো তিন মন্ত্রী ও চারজনের দফতর বদল করা হয়।
আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের অনুপস্থিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তার অনুপস্থিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জাতীয় সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদ সম্পর্কিত কার্যাদি সম্পাদন করবেন।
মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
অপরদিকে পুরনোদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দেয়া হয়।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।
আগে নুরুজ্জামান আহমেদ মন্ত্রণালয়ের দায়িত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থাকলেও গত ৩ জানুয়ারি তাকে শুধু সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ