নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগরীতে সূর্য না উঠায় শীতের প্রকোপ আরো বেড়েছে। শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। শীতে কাবু হয়ে পড়েছে ছোট শিশু ও খেটে খাওয়া মানুষজন। শনিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক
৮ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এটাই এ মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। আর পাবনায় ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ ডিগ্রী সেলসিয়াস। প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত শুক্রবার রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। ভোর নাগাদ রাজশাহী কুয়াশার চাদরে ঢাকা ছিল।
আর/এস