গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্নাট্য বিজয় র্যালির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের শহিদ ফিরোজ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরানুল হক,মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, মনিউর রহমান মন্টু,পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানাসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নেতা- কর্মী, এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।