আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে অচলাবস্থা ভারতে। বিক্ষোভ চলছে প্রায় সব রাজ্যে। আসামে নিহত হয়েছে ৩ জন।
পুলিশ জানায়, এর মধ্যে একজন তেলবাহী লরী ড্রাইভার। বিক্ষোভকারিরা লরিতে আগুন দিলে তিনি প্রাণ হারান। অন্য দুজন কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। আসামে এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা।
এদিকে সবচেয়ে বেশি উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বেশিরভাগ হামলা হয়েছে ট্রেনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশ্চায়তা দিচ্ছেন বাংলায় এনআরসি বা নাগরিকত্ব আইন কোনটাই বাস্তবায়িত হবে না।
এদিকে নাগরিকত্ব আইন নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছে মেঘালয় সরকার।
এমকে