বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও বোনাসসহ বিভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন।
আয়োজিত কর্মবিরতি পালনে অংশ গ্রহণ করেন বাঘা পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান হিসাবরক্ষক হাসান আলী, বাজার পরিদর্শক ওয়াসিউল হক, কর আদায় কারী শাহাদৎ হোসেন, কর নির্ধারক ফজলুর রহমান, প্রধান সহকারী আকরাম আলী, ষ্টোর কিপার মাহমুদা শারমিন, সহকারী কর আদায় কারী গোলাম আজম, ইউসুফ আলী, লাইসেন্স পরিদর্শক কামরুজ্জামান, গার্বেজ ট্রাক চালক সুরুজ্জামান, বিদ্যুৎ মিস্ত্রী ও কাম কসাইখানা পরিদর্শক মনিরুল ইসলাম, কার্য্য সহকারী মাহবুব আলম, নলকুপ মিস্ত্রী আবু লাহাব, টিকাদানকারী সাজ্জাদ হোসেন, এমএলএসএস জ জিল্লুর-রহমান, নৈশ প্রহরী সোহাগ রানা প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ