চাঁপাই ব্যুরো: চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালান হয়ে আসার পর বিজিবির হাতে আটক ৯টি উট চিড়িয়াখানায় হস্তান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন আরেলা অনন্য পরিষদের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন- সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে আসার পর বিজিবি সদস্যরা আটক করে কাস্টমস্ ে জমা দিলে একটি স্বার্থনেশী মহল উটগুলি নিলামের অপচেষ্টা চালাচ্ছে। এসব উট এখন রাষ্ট্রীয় সম্পদ, নিলামে বিক্রির পর হত্যা না করে চিড়িয়াখানায় হস্তান্তরের জোর দাবি জানানো হয় মানববন্ধনে। এসময় বক্তব্য রাখেন ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজিউজ্জামান বাবু, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের আহবায়ক আহসান হাবিব, সদস্য জামাল হোসেন পলাশ, মাসুদ রানা, যুবলীগ নেতা সামিউল ইসলাম সোহান ও জাসদ ছাত্রলীগ নেতা নুরুল রাফিসহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ