নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বাজারগুলোতে আসতে শুরু করেছে নতুন আলু। নতুন আলু বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। নতুন আলু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। গত কয়েকদিন ধরেই নগরীর বাজারগুলোতে বিক্রি হচ্ছে নতুন আলু। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর পুরাতন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ টাকায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বরের শুরুর দিকে হঠাৎ আলুর দাম বেড়ে ৩২ টাকা কেজি হয়ে যায়। এ দামে বেশ কয়েকদিন বিক্রি হয়। এর কয়েকদিনের
মাথায় বাজারে আসতে শুরু করে নতুন আলু। নতুন আলু প্রতি কেজি বিক্রি হয় ৫০ টাকায়। সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায় ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি ধরে। নতুন আলু উঠলেও এখনো পুরাতন আলুই বেশি বিক্রি হচ্ছে। ৫০ টাকার ১ টাকা কমেও আলু বিক্রি করছেন না ব্যবসায়ীরা। তবে সাধারণ কম আয়ের মানুষেরা নতুন আলু কম কিনছেন। এছাড়াও বাজারে বিক্রি হচ্ছে টমেটো। প্রথম অবস্থায়
হওয়ার কারণে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে।
খুচরা ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, এখন আলু নতুন উঠেছে তাই দাম একটু বেশি। আমদানি বেশি হলে দাম কমে যাবে। পাইকারি বাজারেই নতুন আলু বেশি দামে কিনতে হচ্ছে। কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করা হবে।
আর/এস